নির্বাচন কমিশন সরকারের গৃহপালিত সংস্থা: রিজভী

নির্বাচন কমিশনকে সরকারের ‘গৃহপালিত’ সংস্থা আখ্যা দিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, একতরফা নির্বাচনের নামে দেশে চরম তামাশা চলছে। অবৈধ সরকারের গৃহপালিত নির্বাচন কমিশন, আওয়ামী লীগের প্রেসক্রিপশন অনুযায়ী প্রার্থী বাছাই করে দিচ্ছে। কোন আসনে কে নির্বাচন করবে তাও ঠিক করে দিচ্ছে তারা (ইসি)। যেখানে যাকে রাখা দরকার তাকে রেখে অন্যদের মনোনয়নপত্র বাতিল করছে।

বিএনপি ও সমমনাদলগুলোর ডাকা নবম দফার ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে সোমবার সকালে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টারে ‘ঝটিকা মিছিল’ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এই মন্তব্য করেন রিজভী।  

তিনি বলেন, সরকারকে বলতে চাই, জাতির সঙ্গে এসব প্রহসনের খেলা বন্ধ করুন। অবিলম্বে পদত্যাগ করুন। নইল জনগণ আপনাদের ছাড়বে না।

প্রসঙ্গত, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করেছে বিএনপি। দফায় দফায় হরতাল-অবরোধের মত কর্মসূচি দিয়ে আসছে তারা। 

গতকাল রবিবার (৩ ডিসেম্বর) সকাল ৬টা থেকে তাদের নবম দফার ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে, যা শেষ হবে মঙ্গলবার ভোর ৬টায়। বিএনপির সমমনা দলগুলোও একই কর্মসূচিতে রয়েছে।  

রিজভী বলেন, আজকে দেশের উৎপাদনমুখী প্রতিটি সেক্টার চরম হুমকিতে পড়েছে। আমদানি-রপ্তানি প্রায় বন্ধ হওয়া পথে। লুটপাট-দুর্নীতির কারণে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো ধবংস হয়ে গেছে। সরকারের সে দিকে কোনো মাথা ব্যথা নেই।

বক্তব্য শেষে বরাবরের মত আত্মগোপনে চলে ‍যান রিজভী। দলের অধিকাংশ জ্যেষ্ঠ নেতা কারাগারে নয়ত আত্মগোপনে রয়েছেন। রিজভীই নিয়মিত ভার্চুয়াল ব্রিফিংয়ে এসে দলের কর্মসূচি দিচ্ছেন। অবরোধের সকালে অল্প কিছু নেতাকর্মী নিয়ে নিয়মিত ঝটিকা মিছিলেও দেখা যাচ্ছে তাকে। 

আজ সোমবার (৪ ডিসেম্বর) সকালে উত্তরার ঝটিকা মিছিলে জাতীয়তাবাদী মহিলা দলের ২০/২৫ জন নেতা-কর্মী রিজভীর সঙ্গে মিছিলে ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //