৩ ঘণ্টায় ৩ কোটি টাকার মনোনয়ন ফরম বিক্রি আ.লীগের

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৬০৫টি মনোনয়ন ফরম বিক্রি করেছে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এতে মোট ৩ কোটি আড়াই লাখ টাকার ফরম বিক্রি হয়।

এর মধ্যে ঢাকা বিভাগে ১৪৫টি, চট্রগ্রাম বিভাগে ১০৭, ময়মনসিংহ বিভাগে ৫২, সিলেট বিভাগে ২৪, খুলনা বিভাগে ৮৫, বরিশাল বিভাগে ৫২, রাজশাহী বিভাগে ৭৮ এবং রংপুর বিভাগে ৬২টি ফরম বিক্রি হয়।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, নির্বাচন যেমন একটা উৎসব তেমনি মনোনয়ন বিক্রিও একটি উৎসব। ইতোমধ্যে পুরো বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকা সেই নির্বাচনি উৎসবে মেতে উঠেছে। এবারের নির্বাচন হবে দেশকে অপশক্তির হাত থেকে রক্ষা করার নির্বাচন, এবারের নির্বাচন হবে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার নির্বাচন। নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু। আমাদের লড়াই জঙ্গিবাদের বিরুদ্ধে।

মনোনয়ন চাওয়ার অধিকার সবার আছে উল্লেখ করে তিনি বলেন, প্রথম দিনেই প্রায় ১ হাজার মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে। আজ এর চেয়েও বেশি বিক্রি হবে বলে আমি মনে করি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //