বিএসএমএমইউতে হামলার পেছনে বিএনপির হাত ছিল: নাছিম

জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে (বিএসএমএমইউ) হামলার ঘটনায় বিএনপির হাত রয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম।

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ২০০৫ সালের সিরিজ বোমা হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। 

সমাবেশে বাহাউদ্দীন নাছিম বলেন, বিএনপি-জামায়াত এখনো অপশক্তি ও সন্ত্রাসী শক্তির ওপর ভর করে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায়। এরাই গত ১৪ আগস্ট দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে তাণ্ডব চালিয়েছিল। এই তাণ্ডবের সঙ্গে বিএনপির হাত ছিল।  

তিনি বলেন, বঙ্গবন্ধু হাসপাতালের চিকিৎসকরা আজ ভয়ে আতঙ্কগ্রস্ত। জঙ্গিবাদী শক্তি এখনো নির্মূল হয়নি। এরা বিএনপি জামাতিদের আড়ালে আছে। তাদের রুখতে হবে।

বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা করে দেশে আবারও সিরিজ বোমা হামলা করাই তাদের (বিএনপির) লক্ষ্য। 

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুল রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, মির্জা আজমসহ ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //