‘ক্ষমতা হারানোর আতঙ্কে সরকার অস্থিরতায় ভুগছে’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, সরকার দেশের জনগণকে ভয় না পেলেও বহির্বিশ্বকে ভয় পায়। স্যাংশনের ভয়ে, ক্ষমতা হারানোর আতঙ্কে সরকার অস্থিরতায় ভুগছে।

তিনি বলেন, সরকার জনগণের দাবি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আত্মচিৎকার আমলে নেয়নি। কারণ, তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। কিন্তু যখন দেশের গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার বিষয়ে বহির্বিশ্ব চাপ দিচ্ছে তখন সরকারের মাথা খারাপ হয়ে গেছে।

আজ রবিবার (১১ জুন) দুপুরে রাজধানীর গোপীবাগে প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সূত্রাপুর, গেন্ডারিয়া, ওয়ারী থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, সরকার জনগণের কষ্ট নিয়ে তামাশা করছে। বিদ্যুৎ নেই, ডলার সংকট, ব্যাংকে টাকা নেই। ঘোষিত বাজেটের ৪২ শতাংশই ভর্তুকি। তারপরও সরকারের দাম্ভিকতা কমে না। এ সরকার লাজ-লজ্জাহীন সরকার।

তিনি বলেন, এ সরকারের ১৪টি বছর কেটেছে শুধু লুটপাট আর বিএনপি নেতাকর্মীদের দমন-পীড়ন করে। এরা বিএনপিকে দমন করতে যে সময় ব্যয় করেছে সে সময়টুকু যদি দেশের জন্য জন্য ব্যয় করতো তাহলে জাতির অনন্ত উপকার হত। আওয়ামী লীগ ক্ষমতায় এসেই বিরোধী দল ও মতকে নির্মূলের জন্য মরিয়া হয়ে ওঠে। কারণ, বিরোধী দল ও মত প্রকাশের স্বাধীনতা থাকলে তারা লুটপাট করতে পারবে না।

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, দেশবাসী শপথ নিয়েছে-যতদিন জনগণ ভোটের অধিকার ফিরে না পাবে, গণতন্ত্র পুনরুদ্ধার না হবে ততদিন আমরা রাজপথ ছাড়বো না। বিএনপি অন্ধকার পথে ক্ষমতায় যাওয়ার রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি সবসময় অবাধ ও সুষ্ঠু ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে।

তিনি বলেন, এই অত্যাচারী স্বৈরশাসকের বিরুদ্ধে আজ গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে। এ সরকার দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। যারা দেশ ধ্বংসকারী এই আওয়ামী লীগকে সমর্থন করবে এবং আন্দোলন নস্যাৎ-এর চক্রান্তে লিপ্ত হবে জনগণ বাংলার মাটিতে সেসব দালালদের বিচার করবেই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী, ইউনূস মৃধা, মোহাম্মদ মোহন, আবদুস সাত্তার, মহানগর নেতা ফরিদ উদ্দিন, মকবুল ইসলাম খান টিপু, ওয়ার্ড কাউন্সিলর মীর হোসেন মিরু, গোলাম মোস্তফা সাগর, ওমর নবী বাবু, পাভেল সিকদার প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //