বাংলাদেশ পঙ্গু রাষ্ট্রে পরিণত হয়েছে: দুদু

বাংলাদেশ আজকে পঙ্গু রাষ্ট্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন বলেছেন, বিএনপি নির্বাচনে যাবে, নির্বাচন করবে। কোনো সভানেত্রীর অধীনে নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে।

মঙ্গলবার (৭ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে দৈনিক দিনকাল পত্রিকা প্রকাশনা বন্ধের প্রতিবাদ এবং দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

এসময় সরকার পতনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আরেক ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, ‘সরকার পতনের আন্দোলন চলছে। এ আন্দোলন সরকারের পতন না হওয়া পর্যন্ত চলবে। এ আন্দোলনে সভা-সমাবেশ হবে; মিছিল হবে।’

আওয়ামী লীগ জনগণকে অর্থনৈতিক মুক্তি দিতে পারেনি বলে মনে করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘রাজনৈতিক কারণে বেগম জিয়াকে বন্দি রেখেছে সরকার। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চলছে। এ লড়াইয়ে জিততে হবে।’

মানববন্ধনে শামসুজ্জামান দুদু বলেন, ‘বিএনপি নির্বাচন করে বার বার রাষ্ট্র ক্ষমতায় এসেছে। বিএনপি নির্বাচনে যাবে, নির্বাচন করবে। কোনো সভানেত্রীর অধীনে নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে।’

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সব কিছুর প্রতিবন্ধকতা বর্তমান সরকার। সরকারের পতন ছাড়া কোনো কিছু মেরামত করা সম্ভব নয়। বাংলাদেশ আজকে পঙ্গু রাষ্ট্রে পরিণত হয়েছে। রাজপথে নেমে এসে আন্দোলন সংগ্রামের কোনো বিকল্প নেই।’ 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //