‘প্রজাতন্ত্রের কর্মচারীরা দলীয় কর্মী হিসেবে কাজ করছে’

প্রজাতন্ত্রের কর্মচারীরাই আজকে দলীয় কর্মী হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। 

তিনি বলেছেন, প্রজাতন্ত্রের দলীয় কর্মীরা যখন নির্বাচনের ব্যবস্থাপনা করবে তখন তারা সরকারি দলের পক্ষে কাজ করবে। অতীত ও নিকট অতিতেও আমরা এটি দেখেছি। 

সকল মন্ত্রণালয়ে হ-য-ব-র-ল অবস্থা মন্তব্য করে তিনি বলেন, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয়গুলো আমরা সবখানেই তুলে ধরার চেষ্টা করেছি। একটি দেশকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষা এবং স্বাস্থ্য এ দুটির গুরুত্ব বেশি। সামনে দেশের ভবিষ্যৎ খারাপ। আমরা কোনো উন্নতি দেখছি না, দিন দিন অবনতি হচ্ছে।

আজ বৃহস্পতিবার (২ মার্চ) বিকালে তিন দিনের সফরে তিনি লালমনিরহাট সার্কিট হাউসে এসে এসব কথা বলেন। 

এর আগে জি এম কাদেরকে স্বাগত জানাতে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমনের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী মোটরসাইকেল শোভাযাত্রায় নিয়ে তিস্তা থেকে বড়বাড়ী, মহেন্দ্রনগর সহ জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন- সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহাতাব আলী, পৌর জাতীয় পার্টির আহবায়ক আলমগীর চৌধুরী প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //