ম‌ওলানা ভাসানী পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে আজ শুক্রবার (২৭ জানুয়ারি) ‘ম‌ওলানা আবদুল হামিদ খান ভাসানী পরিষদের সম্মেলন-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। 

কাউন্সিলের উদ্বোধন ঘোষণা করেন ইমিরেটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। উদ্বোধনকালে ম‌ওলানা ভাসানীর রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন এই ইমিরেটাস অধ্যাপক।

কাউন্সিল অধিবেশনে অধ্যাপক ড. আকমল হোসেনকে সভাপতি, এস এম কামাল‌উদ্দিন ও অধ্যাপক এম. আকতারুজ্জামানকে সহ-সভাপতি, অধ্যাপক ডা. হারুন অর রশিদকে সাধারণ সম্পাদক ও ইলিয়াস উদ্দিন পলাশকে যুগ্ম সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

ইমিরেটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরীসহ অন্যান্যরা। ছবি: প্রতিবেদক

সভায় সভাপতিত্ব করেন ভাসানী পরিষদের সভাপতি অধ্যাপক ড. আকমল হোসেন এবং সঞ্চালনা করেন অধ্যাপক এম. আকতারুজ্জামান।

করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়ে মৃত্যুবরণকারী সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক নোমান খান, আবদুল মতিন ও ডা. টি. আলী স্মরণে সভায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় ম‌ওলানা ভাসানীর বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয় এবং সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ ও সামন্তবাদের বিরুদ্ধে কর্মকাণ্ড পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

সভায় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. হারুন অর রশিদ, এস এম কামাল‌উদ্দিন, ৬৯’র ছাত্র আন্দোলনের ঐতিহাসিক এগারো দফায় স্বাক্ষরকারী ছাত্র ইউনিয়ন নেত্রী দীপা দত্ত, কমরেড টিপু বিশ্বাস, ফয়জুল হাকিম লালা, মোশরেফা মিশু, কাফি রতন, নজরুল ইসলাম, হাসান ফখরী, আকবর খান, মাসুদ খানসহ বামপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

উদ্বোধনী সমাবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় অংশ নেয় চারণ সাংস্কৃতিক কেন্দ্র, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র ও গণমুক্তির গানের দল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //