বঙ্গবন্ধু হত্যা মামলায় জিয়াকে আসামি করতে চেয়েছিলাম: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি করতে চেয়েছিলেন। কারণ এতে কোনো সন্দেহ নেই যে জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, এতে কোনো সন্দেহ নেই যে তিনি ১৯৭৫ সালের হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। আমি তাকে আসামি করতে চেয়েছিলাম। কিন্তু তৎকালীন স্বরাষ্ট্র সচিব রেজাউল হায়াত একবার বলেছিলেন যে মৃত ব্যক্তিদের আসামি করা যাবে না। কিন্তু তার (জিয়া) নাম অভিযুক্ত হিসেবে (মামলায়) রাখা উচিত ছিল।’

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) একাদশ সংসদের ১৪তম অধিবেশনে প্রধানমন্ত্রী তার শেষ বক্তব্য দেয়ার সময় এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধুর খুনি ফারুক ও রশিদ বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন যে জিয়া ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন। এছাড়াও, এটি অ্যান্থনি মাসকারেনহাস এবং লরেন্স লিফসচল্টজের বইগুলোতে বলা হয়েছিল। তাহলে, তারা (বিএনপি) এটা কিভাবে অস্বীকার করবে?’ ইউএনবি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //