ঢাকা-৫ আসনের এমপি হাবিবুর রহমান মোল্লা আর নেই

ঢাকা-৫ আসনের (ডেমরা-দনিয়া-মাতুয়াইল) সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা (৭৮) আর নেই। 

তিনি আজ বুধবার (৬ মে) সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। 

হাবিবুর রহমানের ব্যক্তিগত সহকারী জামাল উদ্দিন জানান, রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টা ৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ডায়বেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন ঢাকা-৫ আসনের এই সংসদ সদস্য। 

জামাল উদ্দিন বলেন, স্যার গত ২৭ মার্চ থেকে স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। গত সাতদিন তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

১৯৪২ সালের ২৭ জানুয়ারি হাবিবুর রহমান জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা-৪ ও ঢাকা-৫ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদের তিনবারের সংসদ সদস্য।

হাবিবুর রহমান ১৯৯১ সালে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। তিনি ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের সাধারণ নির্বাচনে একই আসন থেকে তিনি জাতীয়তাবাদী দলের প্রার্থী সালাহ উদ্দিন আহমেদের কাছে হেরে যান।

২০০৮ সাধারণ নির্বাচনে মোল্লা ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান এবং নির্বাচনে জয়ী হন। ২০১৪ ও ২০১৮ সালে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //