আব্দুল মান্নানের কফিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সংসদ সদস্য মরহুম আব্দুল মান্নানের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

আজ সোমবার (২০ জানুয়ারি) সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় আব্দুল মান্নানের জানাজা। তার আগে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের কফিনে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।

পরে কফিনে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর আব্দুল মান্নানের কফিনে শ্রদ্ধাঞ্জলি দেন।

বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকেও দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাদের নিয়ে প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানান।

এছাড়া জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, চিফ হুইপ ও হুইপরা মরহুমের কফিনে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার পক্ষে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানকে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।

এর আগে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মন্ত্রীপরিষদ সদস্য, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপ, সংসদ সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জানাজায় অংশগ্রহণ করেন। মরহুমের আত্মার শান্তি কামনা করে এ সময় বিশেষ মোনাজাত করা হয়।

একাদশ জাতীয় সংসদে বগুড়া-১ (সরিয়াকান্দি-সোনাতলা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল মান্নান গত শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক ও প্রচার সম্পাদক এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //