আগুন মানুষ

শেষ রণাঙ্গনের  শহীদ লেফটেন্যান্ট সেলিম, মো. কামরুল হাসান ও শহীদ জননী সালেমা বেগম স্মরণে...

জীবন যৌবন নিঃশেষ করে রণাঙ্গনে জন্ম দিলে ঘাস ফুলের পুণ্য ভূমি। 
তারপর,  দু'হাত তুলে ধরতে চেয়েছিলে নীল আকাশ।

স্বপ্নের রোদ ঘাস ফুলে যায় মিশে, 
ঈশ্বরের অকৃপণ দান,
দু'হাত ছাপিয়ে নীল আকাশ।
আকাঙ্ক্ষার নদী সমুদ্র ছেড়ে যায়, 
অনন্তে তার বিস্তার। 

তুমিও তো ছিলে সেই অনন্ত আকাশ!
মায়ের চোখের মনি, বিন্দু থেকে বিস্তৃত বাতাস।

কি গভীর সেই বিশ্বাস!  
মায়ের আদরের ধন, ঔরসজাত প্রথম সন্তান! 
শুধু মা-ছেলেই জানতো কি কঠিন ভালোবাসার সেই বন্ধন! 

মা আর ধরিত্রী মা মিলে মিশে একাকার! 
সাহসী যোদ্ধা, রণাঙ্গনের  বীর, আগুন মানুষ, যুদ্ধ জয়ে ফিরে পেলে শান্তির নীড়। 

তারপর সেই বিজয় আনন্দ সেই সুখ, রইলো সামান্য কটা দিন। 
ঘর হতে বাহিরে, আপন বা পর সবখানেই ছিল রক্ত পিপাসু বর্বর,
অমানুষ ছত্রাকের লালসার থাবায় বীরের পবিত্র দেহ খণ্ড-বিখণ্ডিত 
আর মায়ের দিশাহীন চোখে রক্তের ঢল। 
পুণ্যভূমি ধরিত্রীও পুণ্যরক্তে রঞ্জিত। 

পাগল, ছন্নছাড়া, শহীদের মা
সেই থেকে আজন্ম খুঁজে ফেরে নয়নের জ্যোতি। 
বীরের সহোদর বীর, শত শত শহীদের হাড়-গোড় করোটি কাঁধে বয়ে নিয়ে যায় শতসহস্র দিবারাত্রি। 
ভাইয়ের অন্তর্ধান, শহীদের রক্তের পুণ্যভূমি, জননীর আজন্ম সন্তান খুঁজে ফেরা! 
ভাইয়ের তরে ভাইও দিশেহারা। 

হঠাৎ ধূসর হয়ে আসে সন্ধ্যা!  
ধীরে ধীরে জ্যোৎস্নার মৃত্যু। 
ঘাসফুল শুকিয়ে ফুরোয়, 
স্বপ্নের রোদ আর জ্যোৎস্নার বিচ্ছেদ! 
তবু বিচ্ছেদের সব কথা আকাঙ্ক্ষার নদীতে গিয়ে মেশে! 
আকাঙ্ক্ষার নদী সমুদ্র ছেড়ে যায় অনন্তে বিস্তারে। 

দিন যায় রাত যায়,
কোন ভ্রুক্ষেপ নেই, 
পিছু ফিরে দেখা নেই, তবু
স্বপ্নেরা বহমান সেই মায়ের দু-চোখে। 
যদিও নীল আকাশে চক্রাকার শকুন, 
পুণ্যভূমিতে সেই হিংস্র হায়েনা, আর দাঁতাল শুয়োর। 
তবুও মায়ের হৃদয়ে, ভাইয়ের হৃদয়ে বিন্দু বিন্দু রক্তে গড়ে ওঠা সেই বীর, সেই মা, ধরিত্রীমা! 
বীরের পুণ্যভূমি - সত্য, সভ্য, সুন্দর পোড়াদহ! 
শান্ত নদী তবু প্রদীপ্ত চোখ, 
স্তব্ধ আঁধার তবু প্লাবিত জ্যোৎস্না। 

এখনো বৃষ্টির শব্দে মাতাল সহোদর, 
এখনো মায়ের নিঃশব্দে বৃষ্টির কান্না! 
এখনো হীম শীতল সেই  আগুন মানুষ।
আর এখনো হৃদয়ের রক্ত ক্ষরণে বেড়ে ওঠে সত্য, সভ্য, সুন্দর পোড়াদহ! 

তানপুরার তার গেছে ছিঁড়ে, জীবনের শেষ অংশও ছেঁড়া, 
চারদিকে শুধু মৃত্যুর কোরাস। 
ধূসর সন্ধ্যায় জ্যোৎস্নার মৃত্যু, আকাঙ্ক্ষার মৃত্যু, 
শিউলি তলায় শোঁকের ছায়া। 
তবুও তোমার গোপন বাঁশি ক্রমাগত বেজে যায় সত্য, সভ্য, সুন্দর পোড়াদহে,
সুন্দরের প্রতীক্ষায়।
সাপিনীর সৌন্দর্য, 
নীল রক্তপাত,
শত আঘাত আর অপমান, 
সব কিছু সয়ে বেঁচে আছো তুমি, হে পুণ্যভূমি! 
নীল আকাশে, 
পুণ্যভূমিতে রয়ে যাক শকুন,
হায়েনা আর দাঁতাল শুয়োর।
তাতে কিইবা এসে যায়? 
এখানে শান্ত নদী, প্রদীপ্ত চোখ আর প্লাবিত জ্যোৎস্নার নৈঃশব্দ্য ক্রমাগত বহমান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //