গল্প বলি

ঘুমের গন্ধে বুঝি এটা শীতঋতু। হিমের হরিণ করে জাগরণ-হরণ আর জাগৃতি মানে শুনে যাওয়া ফুলের ফুৎকার- যেখানে আমার টলমল পদভার, নন্দনের নালায় তোমার শহর আস্ত একটা ডার্টি জোকস। বোশেখি সংবেদন নিয়ে র‌্যাম্পের রূহে কাতর কুচকাওয়াজ, ঢেলে দিই? রেডমিট নিষিদ্ধের মরসুমে মনে হতে থাকে মাছও এক প্রকার নিরামিষ বটে। নিজেরই রক্তিম সুরভির জন্য খোঁজ করি যথাযোগ্য পানপাত্র। জিরোক্যালের জীবন, ফসলের ফুঁসমন্তর এবং কতো আর কফিচুমুক! তারপর মড়ার মাঠে আমাদের খেলাধুলা জমবে; প্রাক-বসন্তের টুর্নামেন্ট। বিজয়ী হতে যা যা লাগে তোমার শ্বাস চাপা দিয়ে জেনে গেছি তা তা। এইবার পালা, বাঁধাহীন এগিয়ে যাওয়া। রোদ উঠবে কবে? বরফের গাড়িতে আসন্ন সৎকারের অপেক্ষায় শুয়ে আছে সময়। আলোশীল ছায়াশীল পাও কি তোমাকে! মহারাজের মাংসল দরবার আমার ইতিউতি কান্নার কঙ্কাল। চকলেট আওয়ার; যেহেতু মানুষ তুমি, তোমাকে খেতেই হবে এই অবিকল্প ক্যাডভেরি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //