বুজুর্গানে

ফুল ও সংশয়-
টিনের চালে রোদের রোমাঞ্চে
চোখে দ্বিধার কবুতরি,
শেফালির ঘর ছেড়ে আসা
আধেক পথের ওছিলায়-
ডিমের খোসার মতো ছড়ানো
সংসার নামক সংক্রামক ব্যাধি
ভাঙ্গা আয়নায় হাসতে গিয়ে
যৌবনের মিছরি হাঁসফাঁস-
এসেছে একদিন দুপুরের চড়ুই
ইছামতীতে ঘোলাজলে নাইতে
বিকেলে সুতরাং সংলাপের উঁকুনি
একটি মিছামিছি চৌধুরীদের গ্রাম,
রোদ-বৃষ্টি কেউ মাথায় তোলে না
ভিজে এলে পুরো পথ-
কেউ বলে না মুছে নাও
আমার সবটা শরীরে,
এইজীবন শুধুই কল্পনার-
এখনও যে কল্পনা করে আছি
কেউ জানতে চাইলে বলি- 
ভালো আছি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //