সাফিয়া শামার দুটি কবিতা

আমিত্ব

পঞ্চাশ কিংবা বায়ান্ন, বার্ধক্য এখনও জবুথুবু করেনি
শরীর এখনো টগবগ করছে পঁচিশ উত্তাল যৌবন।
জন্মান্তর আমি মানিনা, ঈশ্বর প্রদত্ত স্বর্গ নরক ভোগ আমিও পাবো,
এযাবৎকাল প্রার্থনা করেছি আমার উপাসনালয়ের দুয়ারে মাথা কুটে,
আমার উপার্জিত এক পয়সাও জন্ম দেয়নি আরেকটি টাকার,
অভাব আঘাত হেনেছে সাইক্লোন আর ঘূর্ণিঝড়ের মতো
আছড়ে পড়েছি একূলে ওকুলে কখনোবা তীরে অজ্ঞান অবস্থায়,
মোষের ঘাড়ের মতো পরিশ্রম করেছি ক্লান্তি আমাকে শ্রান্তি দেয়নি
ছাপোষা কেরানি নুন আনতে পান্তা ফুরানো জীবনে বিষিয়ে উঠেছি।
শৃঙ্খলার দুয়ার ঠেলে বিশৃঙ্খলার উন্মাদনায় মন এখন রাক্ষুসে।
আমাকে হাতছানি দিচ্ছে রক্তের আকণ্ঠ পিপাসা
বিবেককে কারাগারে পাঠিয়ে আমি হবো তাদেরই দলের একজন।
আমার লালায় বেচাকেনা হবে হাজার কোটি কোটি টাকার টেন্ডার
সিমেন্টে আর বালু আর কংক্রিটের রেশিও গরমিল করে
যতই ভাঙ্গবে দালান ততই উপরে উঠবে আমার অট্টালিকা।
আমার পকেটে আমলা, প্রশাসন, রাজনীতিবিদ আর আইন শৃঙ্খলা বাহিনী
আমার ইশারায় পিস্তলের ট্রিগার, রানদা, চাপাতি খেলবে।
টগবগে রক্ত চাই আমি, আরো চাই কচি প্রাণ, কচি দেহ,
আমার কামনার বলি হবে কমলা আর অঙ্গুরির দল।
আমার ধর্মের বুলিতে কচকচা হাড্ডি চিবিয়ে উল্লাসিত হব
আমার করতলে পিষিয়ে মারবো জেগে উঠা নতুন প্রাণ
এরা বড্ড বেশি তেড়া হয় গলার ফাঁস হয়ে দাঁড়ায় কোন সময়
ওদের খাবারে বিষ মিশিয়ে আমি খাব বিদেশী লাল পানি।
আমার কাছে আর্থের চেরাগ আছে অতএব জয় আমার চাই
দেশপ্রেম আর দেশদ্রোহীর কল্পকথা আমার কাছে অবান্তর,
আমার সারা দেহে ছড়িয়ে পড়েছে নিষ্ঠুরতার বলিরেখা।
আমি এখন আপাদমস্তক খুনি আমার সৌন্দর্যবোধ হারিয়েছে
আমার মধ্যের আমিত্ব বড় হতে হতে এতই বিষাক্ত হয়েছে যে,
পরিত্রাতার ভূমিকা থেকে নামতে গেলেই হোঁচট খাবে অহংকার
আমার আছে অর্থ, ক্ষমতা, পিস্তল, যা আমি চাই তার সবই প্রায়।
কিন্তু আমি হারিয়ে ফেলেছি আমার উত্তাল যৌবনের দুরন্তপনা  
জেলখানার অন্ধকার ঘরে শোনা যায় আমার শেষ নিঃশ্বাসের শব্দ
অমাবস্যার শ্মশানের দ্বারে শোনা যায় আমার বেঁচে থাকার চিৎকার।

ভালোবাসা ঋণ

তোমাকে ভালোবেসে আমার প্রতিটা ক্ষণ অনেকক্ষণ ধরে বসে আছে অনন্তকালের জন্যে,
তোমাকে ভালোবেসে আমার প্রতিটা শব্দ নিঃশব্দে গুঙিয়ে উঠে বুকের ঠিক মাঝখানে,
তোমাকে ভালোবেসে আমার প্রতিটা প্রতীক্ষা হয়ে উঠেছে এক একটা দীর্ঘ অপেক্ষার সমান;
তোমাকে ভালোবেসে আমার চুপসে পড়া ঠোঁট হঠাৎ জীবন্ত হয়ে উঠেছে উষ্ম ঠোঁটের স্পর্শের আশায়
তোমাকে ভালোবেসে আমার প্রতিটা দূরত্ব যেন অনেক দূর পৃথিবী থেকে চাঁদের সমান;
তোমাকে ভালোবেসে আমার আমিত্ব অজান্তেই পাল্লা দেয় কিছু অসাধারণের সাথে,
তোমাকে ভালোবেসে আমার প্রতিটা শূন্য হয়ে উঠে মহাশূন্যের মতো ভারি,
তোমাকে ভালোবেসে আমার প্রতিটা বিন্দু বৃত্তের মতো ঘুরতে থাকে তোমার চারিদিকে;
তোমাকে ভালোবেসে আমার অন্ধকারগুলো আলোর গতিতে ছুটে চলছে ঠিক তোমার দিকে।।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //