এ শহরে আসা দেবদূত

বিগত দিনের শীত শেষে- একদল দেবদূত এসে ভীড় করেছিল
আমাদের শহরে, সেইসব দেবদূত আমাদের জন্য এনেছিল- ফুল

যখন সন্ধ্যে নামে এ শহরে এখন আর দেবদূত আসে না, কারণ-
তারা জানে, বিচারের পূর্বেই ওরা হত্যা-গুম কিংবা অনাহুত কোনো
ঘটনায় হতে পারে হাওয়া।

হাওয়া আর মেঘে বড্ড মিল, একজন আরেকজনের সঙ্গে লেগে থাকে
যখন হাওয়া থাকে না- তখন মেঘও থাকে না। হাওয়া এলে মেঘ থাকে।
মেঘে মেঘে হাওয়া ঝোলে- দেবদূত সকল এখন হাওয়া হয়ে ঘুরছে; ওরা
বিচারহীন কোনো হত্যায় হাওয়া হতে চায় না।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //