কোন হৃদয়ে বা কোন দীর্ঘশ্বাসে

তুমি জানতে চাইলে আমি কোথায়।


আমি চারপাশে তাকাই। ওপরে-নিচে।

জানালার বাইরে।


সেই চার দেয়াল, মোজাইক-করা মেঝে

চুনমাখানো ছাদ


বাইরে কিছু ঘাস-গাছগাছালি আর সাদাটে আকাশ।


চৈত্র মাস যাই যাই করছে

পাতাগুলো কাঁপছে- আর সজনের ডাল।

আরে, ওই তো- সামান্য দূরে

গাছকে পেঁচিয়ে-ধরা একটা লতায়

ছড়ানো-ছিটানো কয়েকটি ফুল

টকটকে লাল!  


বিকেল। পড়ন্ত। গাছপালার মাথায় মাথায়

রোদ্দুর। বৃষ্টি হয়েছিল কাল। পাতাগুলো চকচক করছে।

মনে হচ্ছে গিলে ফেলি।


ভালোবাসার এই এক দোষ-

সবটাকে আত্তীকৃত করতে চায়।

কিন্তু আমি কোথায়?


দৃষ্টিকে গুটিয়ে আনি। বিছানা-বলিশ চেয়ার-টেবিল

বইপুস্তক-

সব অগোছালো।


বোঝার উপায় নেই কোন শতকে আছি

বা কোন হৃদয়ে

বা কোন দীর্ঘশ্বাসে

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //