বুড়িগঙ্গার তীরে বাদামতলী ফলের আড়ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ০৫:২০ পিএম

বাংলাদেশে ফলের বৃহত্তম পাইকারি বাজার পুরান ঢাকার বাদামতলী বাজার। বুড়িগঙ্গার তীরে বাবুবাজার সেতুর পাশ থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল পর্যন্ত চার কিলোমিটার জায়গায় প্রতিদিন বসে ফলের মেলা। 

ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলের পশ্চিমে ১৯৩৫ সালে প্রথম বসে এই ফলের আড়ত। ১৯৭১ সাল পর্যন্ত দেশীয় মৌসুমি ফল ও পশ্চিম পাকিস্তান থেকে আসা ফল বেচাকেনা হতো এখানে। স্বাধীনতা-পর থেকে ধীরে ধীরে বাজারটি আরো বিস্তৃত হয়। 

বাদামতলীর অন্যতম আকর্ষণ নিলামে ফল বেচাকেনা। প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা-১টা পর্যন্ত চলে নিলামের দাম হাঁকাহাঁকি। নিলাম দুপুরে শেষ হয়ে গেলেও রাত ৯টা-১০টা পর্যন্ত ফলের বাজার খোলা থাকে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //