শপথ নিলেন এমপিরা, নতুন সংসদের যাত্রা শুরু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যগণ শপথ গ্রহণ করেছেন। এই শপথ গ্রহণের মাধ্যমে যাত্রা শুরু হলো নতুন সংসদের।

সংসদ ভবনের শপথ কক্ষে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান স্পিকার শিরিন শারমিন চৌধুরী।

আজ বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টার একটু পরে শপথ গ্রহণ কার্যক্রম শুরু হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নবনির্বাচিত সংসদ সদস্যরা আগে থেকেই নিজ নিজ আসন গ্রহণ করেছিলেন।

এর আগে, গতকাল নতুন সংসদ সদস্যদের গেজেট প্রকাশ হয়। সংবিধানের বিধান মতে, গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

গত ৭ জানুয়ারি সারাদেশে একযোগে ২৯৯ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাংলাদেশ আওয়ামী লীগ ২২২টি, জাতীয় পাটি ১১টি, বাংলাদেশ কল্যাণ পাটি ১টি, বাংলাদেশের ওয়ার্কার্স পাটি ১টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ১টি এবং স্বতন্ত্র ৬২টি আসনে জয়লাভ করেছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //