গাজায় যুদ্ধবিরতি নিয়ে সিদ্ধান্ত বদলাল যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপনের জন্য একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে গাজার দক্ষিণ অঞ্চলের রাফা শহরে ইসরায়েলি স্থল অভিযানের বিরোধিতা করেছে দেশটি।

গতকাল সোমবার (১৯ ফেব্রুয়ারি) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্রের এই খসড়া প্রস্তাবটি পড়ে দেখেছে আলজাজিরা। সেখানে বলা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব গাজায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকরে নিরাপত্তা পরিষদের ভূমিকা রাখতে হবে। তবে এর আগে হামাসের হাতে সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে হবে। গাজায় মানবিক সহায়তা পাঠানোর সব বাধা দূর করতে হবে।

মার্কিন খসড়ায় রাফা শহরে স্থল অভিযান না চালাতে ইসরায়েলকে সতর্ক করা হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, বর্তমান পরিস্থিতিতে রাফায় বড় ধরনের স্থল অভিযানে যাওয়া উচিত হবে না, নিরাপত্তা পরিষদকে এ বিষয়ের ওপর জোর দিতে হবে।

বেশ কয়েক দিন ধরে রাফা শহরে স্থল অভিযানের ঘোষণা দিয়ে আসছে ইসরায়েল। আসন্ন এই হামলা বন্ধের দাবি বিশ্বজুড়ে জোরালো হলেও সব চাপ উপেক্ষা করে রাফায় স্থল অভিযানের সময়সীমা বেঁধে দিয়েছে তেলআবিব।

গত রবিবার (১৮ ফেব্রুয়ারি) ইসরায়েলের যুদ্ধবিষয়ক মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি হামাস ১০ মার্চের মধ্যে গাজায় বন্দি সব ইসরায়েলিকে মুক্তি না দেয় তবে রাফা শহরে আক্রমণ চালানো হবে। এর মাধ্যমে রাফায় কখন ইসরায়েলি সেনারা প্রবেশ করতে পারে তা প্রথমবারের মতো জানাল দেশটি।

গাজার সর্বদক্ষিণের শহর হলো রাফা। এটি মিসরের সীমান্তবর্তী একটি শহর। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে দক্ষিণে সরতে সরতে সর্বশেষ এখানে গাজার ২৩ লাখ মানুষের মধ্যে অর্ধেকের বেশি আশ্রয়গ্রহণ করেছেন। প্রচণ্ড ঠান্ডায় মূলত তাঁবু ও সরকারি ভবনে তারা বসবাস করছেন।

দুই সপ্তাহ আগে নিরাপত্তা পরিষদের বর্তমান আরব সদস্য আলজেরিয়া একটি প্রাথমিক খসড়া প্রস্তাব পেশ করেছে। ওই প্রস্তাবেও গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির দাবি করা হয়েছে। এই প্রস্তাবের ওপর আজ মঙ্গলবার ভোট হওয়ার কথা রয়েছে। তবে এই প্রস্তাবে ভেটো দেওয়ার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //