জর্জ ফ্লয়েডের হত্যায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে কারাগারে ছুরিকাঘাত

২০২০ সালে যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডকে হত্যায় দোষি সাব্যস্ত সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনকে কারাগারে ছুরিকাঘাত করা হয়েছে। অ্যারিজোনার একটি ফেডারেল কারাগারে অন্য একজন বন্দী তাকে ছুরিকাঘাত করেছে। 

শুক্রবার (২৪ নভেম্বর) টাকসনের ফেডারেল কারেকশনাল ইনস্টিটিউশনে তাকে ছুরিকাঘাত করা হয়। এতে ডেরেক চৌভিন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় কারাগারের নিরাপত্তার ত্রুটির বিষয়টি সামনে চলে এসেছে। ৪৮ বছর বয়সি ফ্লয়েডকে হত্যার অপরাধে শ্বেতাঙ্গ চৌভিনকে ২০ বছরের বেশি মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়। দেশটির টাকসনের কেন্দ্রীয় কারাগারে তাকে রাখা হয়েছে।

ফ্লয়েডের মৃত্যুর পর বর্ণবাদ ও পুলিশি বলপ্রয়োগের বিরুদ্ধে শুরু হয় ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন, যা যুক্তরাষ্ট্র থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। এ কৃষ্ণাঙ্গের মৃত্যুর মাসখানেক পর তার পরিবার শহর কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করে। 

মিনিয়াপোলিস শহরের একটি মুদি দোকানের সামনে জাল নোট ব্যবহারের অভিযোগে গ্রেফতারের পর তার ঘাড়ে এক পুলিশ কর্মকর্তা হাঁটু গেড়ে বসে থাকার পর তার মৃত্যু হলে প্রথমে যুক্তরাষ্ট্রজুড়ে এবং পরে বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে। সূত্র: দ্য গার্ডিয়ান

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //