ঘূর্ণিঝড় ওটিসের আঘাতে প্রাণ হারিয়েছে ২৭ জন

মেক্সিকোতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ওটিসের আঘাতে দেশটিতে ২৭ জনের মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দেশটির সরকার এ তথ্য জানিয়েছে। 

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে গত বুধবার আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড় ওটিসের গতিবেগ ছিলো ঘণ্টায় ২৭০ কিলোমিটার। এতে ঘরবাড়ি ও হোটেলের ছাদ ভেঙে পড়েছে, রাস্তাঘাট প্লাবিত হয়েছে, পানিতে বেশ কিছু গাড়ি ডুবে গেছে।

ঝড়ের তাণ্ডবে পর্যটন শহর আকাপুলকো যেন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ ছাড়া ভেঙে গেছে রাস্তাঘাট। আকাপুলকো শহরটিতে প্রায় ৯ লাখ মানুষের বসবাস। 

মেক্সিকো সিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর বলেন, আকাপুলকো শহর বড় বিপর্যয়ের মুখোমুখি হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, ওটিস এতটাই শক্তিশালী ছিলো যে মেক্সিকোতে আঘাত হানা ঝড়গুলোর মধ্যে একটি।  নিহতদের মধ্যে অনেকেই উপচে পড়া নদীতে ভেসে গেছে। নিখোঁজ রয়েছেন চারজন। সরকার কতজন আহত হয়েছে তা জানায়নি তবে এই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

উল্লেখ্য, ওটিসের কারণে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা মেক্সিকো সরকার এখনো হিসাব করেনি। তবে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি নির্ধারণকারী সংস্থা এনকি রিসার্চের হিসাবমতে, দেড় হাজার কোটি ডলারের মতো ক্ষয়ক্ষতি হতে পারে।


সূত্র: রয়টার্স

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //