সিনেটে অভিশংসন থেকে আবারো রেহাই পেলেন ট্রাম্প

কংগ্রেস ভবনে হামলায় উস্কানি দেয়ার অভিযোগে প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেও সিনেটের বিচারে আবারো রেহাই পেলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

গতকাল শনিবার (১৩ ফেব্রুয়ারি) মার্কিন সিনেটে তার অভিশংসন প্রস্তাবের ওপর ভোট হয়। এতে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন ৫৭ জন আর বিপক্ষে ভোট পড়েছে ৪৩টি।

নিয়ম অনুযায়ী, কোনো প্রেসিডেন্টকে অভিশংসনের জন্যে প্রয়োজন হয় সিনেটের দুই-তৃতীয়াংশ বা ৬৭ ভোট।

আর সিনেটের ভোট শেষ হওয়ার পরপরই এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, তার অভিযাত্রা চলবে। 

তিনি বলেন, সামনে আমাদের অনেক কাজ। শিগগিরই যুক্তরাষ্ট্রের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরিতে কাজ একসাথে কাজ করবো।

এদিকে অভিশংসনে দোষী সাব্যস্ত হলে ট্রাম্প আবার প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে আর নামতে পারতেন না। এখন তাকে মনোনয়ন দেয়া হলে তিনি ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারবেন।

আর সিনেটে ডেমোক্র্যাটদের আনা ওই অভিযোগে এবারো যে ট্রাম্প রেহাই পেয়ে যাবেন, তা আগেই অনুমিত ছিল। গত ৬ জানুয়ারি ক্যাপিটলে নজিরবিহীন হামলায় উসকানি দেয়ার অভিযোগে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার পক্ষে তার দল রিপাবলিকান পার্টির সাতজন সিনেটরকে পেয়েছে ডেমেক্র্যাটরা। কিন্তু তাদের অন্তত ১৭ জন রিপাবলিকানের সমর্থন প্রয়োজন ছিল।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ক্যাপিটলে হামলায় উসকানি দেওয়ার অভিযোগে গত ১৩ জানুয়ারি ট্রাম্পকে অভিশংসিত করে। ২০১৯ সালে আরেকবার প্রতিনিধি পরিষদে তিনি অভিশংসিত হয়েছিলেন। তখনো সিনেটের ভোটাভুটিতে খালাস পান।

আর যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম প্রেসিডেন্ট, যিনি দুইবার প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছেন। -বিবিসি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //