জর্জিয়া অঙ্গরাজ্যেও জিতলেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিত জর্জিয়া অঙ্গরাজ্যেও জয় পেয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

১৯৯২ সালের পর এই প্রথম কোনো ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে অঙ্গরাজ্যটিতে জয় পেলেন তিনি। এই জয়ের মধ্য দিয়ে ৩০৬টি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করলেন তিনি। 

আর বর্তমান প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন নর্থ ক্যারোলাইনায়। এনিয়ে ট্রাম্পের মোট ইলেক্টোরাল ভোট সংখ্যা দাঁড়ালো ২৩২। 

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ভোট গণনা বাকি ছিলো জর্জিয়া ও নর্থ ক্যারোলিনা। জর্জিয়াতে জিতে বাইডেন এবার যে সংখ্যক ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন সেই একই সংখ্যক ভোট ২০১৬ সালে হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে পেয়েছিলেন ট্রাম্প। ওই সময়ে ট্রাম্প এটিকে বিপুল বিজয় আখ্যা দিয়েছিলেন।

এবারের নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে সামান্য ব্যবধানের কারণে জর্জিয়ায় ভোট পুনর্গণনা করা হয়। 

এদিকে এখন পর্যন্ত পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন ট্রাম্প। জালিয়াতির অভিযোগ এনে বেশ কিছু রাজ্যে মামলা দায়েরও করেছেন তিনি। তবে নির্বাচনের পর গতকাল শুক্রবার (১৪ নবেম্বর) প্রথমবারের মতো স্বীকার করেছেন- আগামী জানুয়ারিতে নতুন প্রশাসন দায়িত্ব নিতে পারেন।

গতকাল হোয়াইট হাউসের রোজ গার্ডেনে করোনাভাইরাস টাস্কফোর্সের এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, এই প্রশাসন লকডাউনে যাবে না। আশা করছি...ভবিষ্যতে যাই ঘটুক- কে জানে কোন প্রশাসন দায়িত্ব নেবে। আমার ধারণা সময়ই বলে দেবে।

অপরদিকে ট্রাম্পের তোলা ভোট জালিয়াতির অভিযোগ খারিজ করে দিয়েছেন মার্কিন নির্বাচন কর্মকর্তারা। এ বিষয়ে গঠিত একটি কমিটি নির্বাচন নিয়ে ট্রাম্প শিবিরের তোলা বিতর্কের মধ্যেই বলেছে, এই নির্বাচন যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম সুরক্ষিত নির্বাচন। কোনো ভোটিং ব্যবস্থায় ভোট হারিয়েছে, বদল হয়েছে বা অন্য কোনোভাবে পরিবর্তন হয়েছে- এমন কোনো প্রমাণ মেলেনি।

বৃহস্পতিবার মার্কিন নির্বাচন নির্বাচন কর্মকর্তারা এই ঘোষণা দেন। প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো প্রমাণ ছাড়াই তার ২৭ লাখ ভোট চুরি করা হয়েছে বলে দাবি জানানোর প্রেক্ষাপটে এই ঘোষণা এল। -বিবিসি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //