রবীন্দ্রনাথের গান নিয়ে অ্যালবাম করতে চান পর্না

চলতি সময়ের দর্শকপ্রিয় সংগীতশিল্পী হিমাদ্রিতা পর্না। নিয়মিত গান করছেন তিনি। তবে করোনার কারণে এই সংগীতশিল্পী নতুন রেকর্ডিং ও টিভি অনুষ্ঠানগুলো গত বছর থেকে বন্ধ রয়েছে। নতুন খবর হচ্ছে- দীর্ঘদিনের কাজের বিরতি শেষে আপন ভুবনে ফিরছেন শ্রোতাপ্রিয় এই গায়িকা। শিগগিরই নতুন গান নিয়ে আসছেন তিনি। বর্তমানে চলছে কর্ম পরিকল্পনা।

মঞ্চ ও টেলিভিশন সব জায়গাতেই তার গান দিয়ে শ্রোতাদের মন জয় করতে সক্ষম হয়েছেন। হিমাদ্রিতা আধুনিক,  মেলোডি এবং ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল গাইতে খুব পছন্দ করেন। তবে আধুনিক এবং সেমি ক্লাসিক্যাল গানগুলো গাইতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। 


প্রতিনিয়ত চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাচ্ছেন আলাপকালে সাম্প্রতিক দেশকালকে এমনটাই জানান তিনি।


সংগীত নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, ইচ্ছে আছে রবিঠাকুরের গান নিয়ে অ্যালবাম করার। পুরনো আধুনিক গানের কিছু কভার করব, যেন এ প্রজন্মের মানুষের কানে, মনে এই সময়ের উপযোগী করে তাদের দিতে পারি। দর্শকরা মনে ধারণ করতে পারে যে, আমাদের বাংলা গান কতটা সমৃদ্ধ। আমি এখন একটি বাচ্চাদের স্কুলে গান শেখাই, তাই চাই ভবিষ্যতে একটি গানের স্কুল দিতে যেখানে শুদ্ধ সংগীতচর্চা হবে। 


বড় নয়, একজন দক্ষ শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে নিরলস কাজ করছেন তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //