এন্ড্রু কিশোর ছাড়া প্রথম জন্মদিন

আজ ৪ নভেম্বর ‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোরের ৬৬তম জন্মদিন। মৃত্যুর পর এটাই তার প্রথম জন্মদিন।

১৯৫৫ সালের আজকের দিনে রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন ‘হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলেই ঠুস’ গানের এই শিল্পী।

১৯৭৭ সালে ‘মেইল ট্রেন’ চলচ্চিত্রের ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’ গানের মাধ্যমে প্লেব্যাক-যাত্রা শুরু করেন এন্ড্রু কিশোর। যদিও ১৯৭৯ সালে মুক্তি পাওয়া ‘প্রতীজ্ঞা’ সিনেমার ‘এক চোর যায় চলে’ গানের মাধ্যমে প্রথম জনপ্রিয়তা লাভ করেন এন্ড্রু কিশোর।

এরপর দীর্ঘ ক্যারিয়ারে কণ্ঠ দিয়েছেন প্রায় কয়েক হাজার গানে। প্লেব্যাকে সৃষ্টি করেছেন ইতিহাস। পেয়েছেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গেয়েছেন ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’, ‘আমার বুকের মধ্যখানে’, ‘আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান’, ‘ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা’, ‘সবাই তো ভালোবাসা চায়’-এর মতো কালজয়ী অসংখ্য গান।

ক্যানসারে (নন-হজকিন লিম্ফোমা) আক্রান্ত হয়ে ২০১৯ সালের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে গিয়েছিলেন এন্ড্রু কিশোর। নয় মাস পর দেশে ফেরেন এই শিল্পী। এরপর ৬ জুলাই সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় বোনের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন এন্ড্রু কিশোর। তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয় ১৫ জুলাই।

এদিকে জানা গেছে, তার জন্মদিন ঘিরে আজ সন্ধ্যায় রাজশাহীতে ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু স্মৃতি সংসদের আয়োজনে হবে জন্মোৎসবের অনুষ্ঠান।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //