করোনায় আক্রান্ত শওকত আলী ইমন

আবারো করোনার থাবা পড়লো সংগীতাঙ্গণে। এবার মহামারি ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সংগীত পরিচালক শওকত আলী ইমন।

গতকাল শনিবার (১০ অক্টোবর) তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। বিষয়টি ইমন নিজেই নিশ্চিত করেছেন। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি।  

তিনি বলেন, গতকাল রাতে করোনা টেস্টে আমার রিপোর্ট পজিটিভি এসেছে। চিকিৎসকের পরামর্শে এখন বাসাতেই আছি। প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। সবার কাছে আমার জন্য দোয়া চাইছি।

বেশকিছু দিন ধরে জ্বর, শারীরিক দুর্বলতায় ভুগছেন বলে ইমন জানান। তবে এখন পর্যন্ত তার শরীরে জটিল কোনো সমস্যা দেখা দেয়নি।

শওকত আলী ইমনের জন্ম ১৯৭১ সালে ঢাকায়। তার দুই বোন আবিদা সুলতানা ও রেবেকা সুলতানাও সংগীতশিল্পী হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন।

ইমন সংগীত পরিচালক হিসেবে নাম লেখান ১৯৯৬ সালে। অডিও ইন্ডাস্ট্রি এবং চলচ্চিত্রে তিনি উপহার দিয়েছেন অনেক গান। ২০১৩ সালে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন শওকত আলী ইমন।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //