ইসরায়েলকে রুখতে নতুন প্রতিরোধ জোটের ইঙ্গিত ইরানের

গাজা উপত্যকায় যুদ্ধ না থামালে ইসরায়েলের বিরুদ্ধে নতুন প্রতিরোধ জোট গঠনের ইঙ্গিত দিয়েছেন ইরানের রেভল্যুশনারি গার্ডস কর্পসের সাবেক প্রধান মোহসেন রেজাই।

লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। খবর টাইমস অব ইসরায়েলের।

মোহসেন রেজাই বর্তমানে ইরানের সুপ্রিম কাউন্সিল ফর ইকোনমিক কোঅর্ডিনেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, প্রতিরোধ জোট সামনের দিনে আরও বড় ভূমিকা পালন করবে।

এই যুদ্ধে অবশ্যই ইসরায়েলের পরাজয় হবে। ইসরায়েলি সেনারা গাজার যত ভেতরে যাবে তারা ততই চোরাবালিতে তলিয়ে যাবে।

তিনি বলেন, আমি মনে করি এই যুদ্ধ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পতন ঘটাবে। আর আগামী কয়েক বছরের মধ্যে আমরা ইসরায়েলি শাসনের পতন দেখব।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলি হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস। এরপর হামসকে নিশ্চিহ্নের নাম করে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল।

ইসরায়েলি হামলায় এরই মধ্যে ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরুর পর থেকেই ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে ইরান। সবদিক থেকেই তাদের সহায়তা করে আসছে তেহরান সরকার।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //