১৩ বছরের মধ্যে সৌদি আরবের রিজার্ভ তলানিতে

গত ১৩ বছরের মধ্যে সৌদি আরবের বৈদেশিক মুদ্রার রিজার্ভ একেবারে সর্বনিম্ন স্তরে নেমেছে। সম্প্রতি দেশটির কেন্দ্রীয় ব্যাংক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে দেখা যায়, গত এপ্রিলে দেশটির মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৪১০ বিলিয়ন ডলার। আর যা কিনা মার্চের চেয়ে ৮ দশমিক ৮ বিলিয়ন ডলার কম।

এ নিয়ে গত পাঁচ মাস টানা সৌদি আরবের বৈদেশিক রিজার্ভ হ্রাস পেয়েছে। 

এর আগে ২০১৪ সালের আগস্টে সৌদির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৭৩৭ বিলিয়ন ডলার। আর এটিই ছিল ইতিহাসের সবচেয়ে বেশি রিজার্ভ। 

এদিকে বর্তমানে যে রিজার্ভ রয়েছে তা ২০১৪ সালের আগস্ট মাসের চেয়ে শতকরা ৪৪ ভাগ কম।

২০১০ সালের এপ্রিলে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল ৪১৮ বিলিয়ন ডলার।

সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংক বলছে, সরকার যখন বৈদেশিক মুদ্রার রিজার্ভের তহবিলে অর্থ যোগ করা বন্ধ করে দেয় তখন থেকেই কমতে শুরু করে রিজার্ভ। সূত্র: ব্লুমবার্গ

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //