কারফিউতে চুল কাটতে চাওয়ায় সৌদি নাগরিক আটক

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আরোপ করা বিধিনিষেধ অমান্য করে নাপিতকে বাসায় নিয়ে আসায় সৌদি আরবে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সৌদি পুলিশের হাতে আটককৃত ওই ব্যক্তির নাম আল আসেম। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এর বরাত দিয়ে ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হয়।

কোভিড-১৯ মোকাবেলায় সৌদি কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সেলুন বন্ধ রাখার ঘোষণা দেয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার মাধ্যমে সেলুনের বিষয়টি সৌদি পুলিশের সামনে আসে। সৌদি পাবলিক প্রসিকিউটর আগেই এ ব্যাপারে সতর্কতা হুশিয়ার দিয়েছে।

কারফিউ লঙ্ঘন হয় এমন কোনো ভিডিও বা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে।

টুইটারে এক বার্তায় সৌদি আরবের আইনী ব্যুরো জানায়, তথ্য অপরাধ দমন ও প্রতিরোধ আইনের অনুচ্ছেদ ৬ অনুসারে এই বিষয়ে অভিযুক্ত অপরাধীদের শাস্তি দেয়া হবে। যা পাচ বছরের কারাদণ্ড ও ৭ লাখ ৯৬ হাজার ৮৮০ ডলার পর্যন্ত হতে পারে।

এতে আরো বলা হয়, তথ্য প্রদানকারীদের জিজ্ঞাসাবাদ ছাড়াই আইন অমান্যকারীদের শাস্তি দেয়া হবে।

সৌদি আরবে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত সংখ্যা এক হাজার ৫৬৩ ও মৃতের সংখ্যা ১০ জন।-আরব নিউজ

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //