তথ্যের সঠিক ব্যবহার প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করে: পিআইবি মহাপরিচালক

সমাজ উন্নয়ন ও শৃঙ্খলিত রাখতে হলেও সঠিক তথ্যের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ।

আজ মঙ্গলবার (২১ মে) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) সেমিনার কক্ষে অনুষ্ঠিত পিআইবি’র কর্মকর্তা-কর্মচারীদের জন্য দিনব্যাপী তথ্য অধিকার বিষয়ে প্রশিক্ষণে সভাপ্রধানের বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি বলেন, তথ্যের সঠিক ব্যবহার প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করে। কিন্তু এর অপব্যবহার  প্রতিষ্ঠানের ভাবমুর্তি ক্ষুন্ন করে। এজন্য যার যার অবস্থান থেকে সঠিক ও নিরপেক্ষ তথ্য সরবরাহ করা উচিত। যাতে অপতথ্যের মধ্যে  মানুষ প্রবেশ না করে। 

অনুষ্ঠিত এ প্রশিক্ষণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. কাউসার আহাম্মদ সেশন পরিচালনা করেন।

উল্লেখ্য, প্রশিক্ষণ সেশনের মধ্যে তথ্য অধিকার কি এবং কেন, তথ্য অধিকার আইন ২০০৯-এর প্রয়োগ বিশ্লেষণ এবং তথ্য অধিকার আইন নাগরিকের অধিকার প্রতিফলন নিয়ে আলোচনা হয়।

পিআইবি’র পরিচালক (প্রশাসন-চলতি দায়িত্ব) মো. জাকির হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন পরিচালক (গবেষণা ও তথ্য সংরক্ষণ- চলতি দায়িত্ব) ড. কামরুল হক, নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোহাম্মদ নাছির উদ্দীন চৌধুরী।

প্রশিক্ষণে পিআইবি’র  ৩০ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //