অ্যাকশন এইড-এনডিবাস মিডিয়া ফেলোশিপ পেলেন ৫ সাংবাদিক

নির্দিষ্ট ক্যাটাগরিতে বিশেষ প্রতিবেদনের জন্য অ্যাকশন এইড-এনডিবাস মিডিয়া ফেলোশিপ পেয়েছেন রাজধানীর ৫ যুব সাংবাদিক।

আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে নগর দারিদ্র বস্তির উন্নয়ন সংস্থা (এনডিবাস)। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন এইডের সহায়তায় এ ফেলোশিপ দিয়েছে প্রতিষ্ঠানটি।

ফেলোশিপপ্রাপ্তরা হলেন বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টিফোরের বাবু কামরুজ্জামান, ডেইলি বাংলাদেশের শফিকুল ইসলাম রাসেল, মাছরাঙা টেলিভিশনের মাহমুদ কমল, বিজনেস স্ট্যান্ডার্ডের জাহিদুল ইসলাম ও সাংবাদিক সিয়াম সারোয়ার জামিল।

এছাড়া দুজন শিশু সাংবাদিকও এই ফেলোশিপ পেয়েছেন।

এনডিবাস জানিয়েছে, বস্তিবাসী যুবদের কারিগরি শিক্ষা, যুব নারীবান্ধব স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, পরিবেশ দূষণ, নারীর প্রতি সহিংসতা, বস্তাবাসীর দুর্ভোগ, তাদের সফলতা সংস্ক্রান্ত সংগ্রহ-প্রচারের লক্ষ্যে জাতীয় পর্যায়ে কর্মরত সাংবাদিকদের জন্য এ ফেলোশিপ প্রদান করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //