গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাম্প্রতিক দেশকাল কার্যালয় পরিদর্শন

সাংবাদিকতার প্রত্যক্ষ অভিজ্ঞতা সম্পর্কে ধারণা পেতে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ‘জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশনের (জেএমসি) শিক্ষার্থীরা সাম্প্রতিক দেশকাল কার্যালয় পরিদর্শন করেন।

সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে এগারোটায় রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে অবস্থিত সাম্প্রতিক দেশকাল পত্রিকার কার্যালয় পরিদর্শনে আসেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীদের রিপোর্টিং ও মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ে ধারণা দেন- সাম্প্রতিক দেশকালের সহকারী সম্পাদক নাসরিন আখতার, অনলাইনের নিউজরুম এডিটর মাহফুজ আদনান, সিনিয়র সাব-এডিটর জাকিয়া সুলতানা, সাব-এডিটর শেখ আব্দুল্লাহ আল নোমান, সাব-এডিটর লোকমান হাওলাদার এবং ইংরেজি বিভাগের সাব-এডিটর কাঞ্চন নাথান। ভিডিও এডিটিং বিষয়ে ধারণা দেন- মৌমিতা মাসিয়াত ও ভিডিও এডিটর মামুন হোসাইন।


পরে সাম্প্রতিক দেশকাল পত্রিকার কনফারেন্স রুমে সাংবাদিকতার বিভিন্ন ইস্যু নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। এ সভায় গ্রিন ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন ড. মো. অলিউর রহমান বলেন, আজকের যুগে এককভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্য দিয়ে সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয়। তাই আমরা বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে কাজ করার উদ্যোগ গ্রহণ করেছি। আজকে সাম্প্রতিক দেশকাল পত্রিকার কার্যালয় পরিদর্শন তারই একটি অংশ।


সাম্প্রতিক দেশকালের সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশ বলেন, সাম্প্রতিক দেশকাল আগামী দিনের সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবেলায় লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছে। সাপ্তাহিক এবং ত্রৈমাসিক প্রকাশনা ছাড়াও মাল্টিমিডিয়া জার্নালিজমকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে অনলাইন পোর্টালও পরিচালনা করছে। আধুনিক বিশ্বে টিকে থাকতে হলে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, হাতে কলমে শিক্ষাটাও জরুরি। কারিগরি জ্ঞান ছাড়া শিক্ষা পরিপূর্ণতা লাভ করে না।  

সাম্প্রতিক দেশকালের পরিকল্পনা সম্পাদক আরশাদ সিদ্দিকী বলেন, শিল্প বিপ্লবের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে পাল্লা দিয়ে সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। এক্ষেত্রে সংবাদ মাধ্যম হিসেবে একক প্রয়াস যথেষ্ট নয়। বিভিন্ন প্রতিষ্ঠান সাথে সমন্বয় সাধন জরুরি।


এ সময় আরো উপস্থিত ছিলেন- গ্রিন ইউনিভার্সিটির জার্নালিজম এন্ড মিডিয়া কমিউনিকেশনের লেকচারার, প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও উইজার্ড পত্রিকার সম্পাদক শরীফ জাহান, গ্রিন ইউনিভার্সিটির মেন্টর ও ক্লাস রিপ্রেজেন্টেটিভ, সাম্প্রতিক দেশকাল পত্রিকার সার্কুলেশন ম্যানেজার আলমগীর হোসেন, মার্কেটিং ম্যানেজার শেখ শাহীন আহমেদ, কো-অর্ডিনেটর কমিউনিকেশনস কে এম আমজাদ হোসেন, প্রশাসনিক সহযোগী তাহমিনা হক।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //