সাংবাদিক কাজল বেনাপোল থেকে উদ্ধার

নিখোঁজ ফটো সাংবাদিক ও দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজলের সন্ধান মিলেছে। 

গতকাল শনিবার (২ মে) রাতে যশোরের বেনাপোল থেকে তাকে উদ্ধার করা হয়।

বিষয়টি কাজলের ছেলে মনোরম পলক নিশ্চিত করে জানান, শনিবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে তার বাবার সাথে কথা হয়েছে। বেনাপোল থানার একজন পুলিশ সদস্যের ফোন থেকে তিনি পরিবারের সাথে কথা বলেন। তিনি ভাল আছেন বলে জানান।

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এসআই ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কাজল সাহেবকে পাওয়া গেছে। শনিবার রাতে বিজিবি এক ব্যক্তিকে তাদের কাছে দিয়ে যান। পরে তারা জানতে পারেন এই ব্যক্তিই নিখোঁজ ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল।

তবে কীভাবে তাকে পাওয়া গেল এ বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

এদিকে এই খবর পেয়ে রাতেই স্বজনরা তাকে নিতে বেনাপোলের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

সাংবাদিক শফিকুল ইসলাম কাজল ১০ মার্চ সন্ধ্যায় পক্ষকালের অফিস থেকে বের হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এরপর থেকে তার কোনো সন্ধান না পেয়ে পরদিন ১১ মার্চ চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী জুলিয়া ফেরদৌসি নয়ন। 

পরে ১৮ মার্চ রাতে কাজলকে অপহরণ করা হয়েছে অভিযোগ এনে চকবাজার থানায় মামলা করেন তার ছেলে মনোরম পলক। 

কাজল এর আগে দৈনিক সমকাল ও দৈনিক বণিক বার্তায় ফটো সাংবাদিক হিসেবে কাজ করেছেন। কিন্তু সত্য সুন্দর উচ্চারণ করতে কখনো ভয় পেতেন না তিনি।

কাজলের স্ত্রী ক্যান্সার রোগের বিরুদ্ধে ৫ বছর ধরে লড়াই করে কেবল যখন জিতলো, তখন এই নিখোঁজের ঘটনা ঘটলো।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //