যেভাবে আবেদন করলে একবারেই মিলবে ভারতীয় ভিসা

দেশের বাইরে সস্তায় ও স্বল্প সময় হাতে নিয়ে ভ্রমণ করতে চাইলে ভারত সবার আগে। কিন্তু বিপত্তি বাধে ভিসা পেতে। সঠিক সময়ে ভিসা না পাওয়া বা রিজেক্টের সম্মুখীন অনেককেই হতে হয়। যার অন্যতম কারণ সঠিকভাবে আবেদন না করা এবং ঠিকঠাক কাগজপত্র প্রদান না করা। 

তাই সঠিক আবেদনের প্রক্রিয়া ও  কাগজপত্র সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা জরুরি।

যে ভুল করা যাবে না

  • ভিসার আবেদন করার তারিখের আগ থেকে সর্বনিন্ম ৬ মাস মেয়াদ থাকতে হবে আপনার মূল পাসপোর্টের।
  • পাসপোর্টে অন্তত দু’টি সাদা পাতা থাকতে হবে। 
  • পাসপোর্টের অনুলিপি সংযুক্ত করতে হবে।
  • আবেদনপত্রের সঙ্গে অবশ্যই নতুন ও পুরনো পাসপোর্ট জমা দিতে হবে।
  • এপ্লিকেশন অনলাইনের ফরমে দেওয়া নির্ধারিত স্থানে ছবি স্ক্যান করে আপলোড করতে হবে।
  • একটি ২x২ (৩৫০x৩৫০ পিক্সেল) সাইজের রঙিন ছবি হতে হবে। ছবিটি যেন ৩ মাসের বেশি পুরনো না হয়।
  • ছবিতে যেন পুরো মুখ দেখা যায়। ছবির পিছনের অংশ সাদা হতে হবে।
  • আইভ্যাকের ওয়েবসাইট (www.ivacbd.com) থেকে অনলাইনে আবেদন করতে হবে।

যা যা জমা দিতে হবে

  • অনলাইনে আবেদনের ফর্মটি এ ফোর কাগজে প্রিন্ট দিয়ে নিতে হবে।
  • প্রিন্ট দেওয়া আবেদনপত্রে উপরের দিকে নির্ধারিত স্থানে ছবি আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। অনলাইনে আপলোডের জন্য যে নিয়ম বলা হয়েছে, ঠিক একই সাইজের ছবি প্রিন্ট করে এখানে লাগতে হবে।
  • জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে। আর যদি বয়স ১৮ বছরের নিচে হয়, তবে জন্মনিবন্ধনের অনুলিপি জমা দিতে হবে।
  • আবাসস্থলের প্রমাণপত্রের জন্য বিদ্যুৎ, টেলিফোন, গ্যাস বা পানির বিলের অনুলিপি জমা দিন। এখন অবশ্য অনেকের গ্যাস এবং বিদ্যুৎ বিল অনলাইনে হয়ে গিয়েছে। সেক্ষেত্রে স্মার্ট কার্ডটি দুই পাশের ফটোকপি দিতে পারেন। অথবা অনলাইন ট্রানজেকশন দিন। 
  • পেশার প্রমাণপত্র হিসেব এনওসি দিতে হবে। তবে শিক্ষার্থী হলে শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ডের অনুলিপি যুক্ত করতে হবে। আর অবসরপ্রাপ্ত ব্যক্তি সেই কাগজপত্র দিতে হবে। ব্যবসায় করলে বাণিজ্য সনদপত্র লাগবে।
  • আর্থিক সচ্ছলতার প্রমাণস্বরূপ ডলার এনডোর্সমেন্ট বা সর্বশেষ ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। এখন ডুয়েল কারেন্সি কার্ড বা ক্রেডিট কার্ড এনডোর্সও দেখাতে পারেন।
  • সাক্ষাতের দিন আবেদনপত্রের সঙ্গে অবশ্যই সব পুরনো পাসপোর্ট জমা দিতে হবে। পুরনো পাসপোর্ট ছাড়া আবেদনপত্র অসম্পূর্ণ বলে বিবেচিত হবে। 
  • ভিসার আবেদন দাখিল করতে পারবেন চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা বিভাগের আইভ্যাকে। এছাড়া ঢাকার আইভ্যাক যমুনা ফিউচার পার্কে ভিসার জন্য আবেদন করতে পারে। তবে ঢাকা বাইরে বসবাসকারীদের নিজেদের বিভাগের আইভ্যাকে আবেদনপত্র জমা দিতে হবে। 

ভিসা ফি ও জমাদান

বাংলাদেশি পাসপোর্টধারীদের ভারতীয় ভিসার জন্য আবেদন করতে কোন ভিসা ফি লাগবে না। তবে ভিসা প্রসেসিং ফি হিসেবে ৮০০ টাকা জমা দিতে হয়।

ভিসা ফি দিতে https://payment.ivacbd.com এই লিংকে প্রবেশ করতে হবে। সব তথ্য পূরণ শেষে অনলাইনেই পেমেন্ট করা যাবে। আপনার ডেবিট, ক্রেডিট, ব্যাংক এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পরিশোধ করতে পারবেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //