ঈদে মাংস সংরক্ষণের খুঁটিনাটি

আর মাত্র একদিন পর ঈদুল আজহা। এই ঈদে বেশিরভাগের সময় কাটে মাংস বিলি বণ্টন, রান্না আর সংরক্ষণের মধ্য দিয়ে।  আজকাল সবাই ফ্রিজেই মাংস সংরক্ষণ করতে পছন্দ করেন। অনেকেই ভাবেন শুধু পলিথিনে ভরে মাংস রেখে দিলেই অনেকদিন ভালো থাকবে। কিন্তু সঠিক উপায়ে মাংস কাটা, ধোয়া ও সংরক্ষণ করা না হলে মাংসের পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে।

 মাংস সংরক্ষণের জন্য কিছু টিপস অনুসরণ করতে পারেন। যেমন:

¾ মাংস ফ্রিজে প্যাক করার আগে, মাংসের টুকরা থেকে ভালোভাবে রক্ত ধুয়ে ফেলুন। রক্ত না ধুয়ে রাখলে দ্রুত ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে মাংসে।

¾ মাংস থেকে পর্দা ও চর্বি ফেলে দিন। কুসুম গরম পানিতে এক চিমটি হলুদ ও লবণ মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এতে জীবাণু দূর হবে। তারপর ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

¾ ছোট ছোট জিপলক ব্যাগে মাংস রাখলে প্রয়োজন মতো বের করে নেওয়া যাবে।

¾ কোরবানির সময় মাংস প্রক্রিয়াকরণের পরপরই ফ্রিজে সংরক্ষণ করবেন না। এটি সংরক্ষণ করার আগে স্বাভাবিক তাপমাত্রায় অন্তত তিন থেকে চার ঘন্টায় রেখে দিন।

¾ দীর্ঘদিন মাংস ফ্রিজারে রাখতে চাইলে উপরে সামান্য লবণ, ভিনেগার ছিটিয়ে নিন।

¾ বড় বড় টুকরা না করে মাংস ছোট ছোট টুকরা করে রাখুন।

¾ ডিপ ফ্রিজে এক বছর পর্যন্ত রেখে খাওয়া যায় মাংস। মাংসের কিমা হলে ৪ মাস পর্যন্ত রেখে খেতে পারবেন।

¾ রান্না করা মাংস তিন থেকে চার দিন নরমাল ফ্রিজে ও ছয় মাস ডিপ ফ্রিজে রাখতে পারবেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //