মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য

মুক্তিযুদ্ধের প্রথম স্মারক ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গী। গাজীপুরের চান্দনা চৌরাস্তায় রয়েছে এই ভাস্কর্যটি। 

১৯৭১ সালের ১৯ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে জয়দেবপুরবাসী। সেই যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নির্মাণ করা হয় এই ভাস্কর্যটি। 

বর্তমানে মহাসড়কের উন্নয়ন কাজের জন্য অযত্নে পড়েছে জাগ্রত চৌরঙ্গী। ভাস্কর্যটির নকশা প্রণয়ন করেন বরেণ্য শিল্পী আব্দুর রাজ্জাক।   

এলাকাবাসী ও শিক্ষার্থীদের মতে, মহাসড়কের কাজ চলাকালে ভাস্কর্যটি যেভাবে সংরক্ষণ করার কথা ছিল, সেভাবে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। অযত্ন, অবহেলায় এখন ধুলাবালিতে ভরপুর ভাস্কর্যটি চেনার অবস্থায় নেই। স্থানীয় কর্তৃপক্ষ ও প্রশাসনকে তারা ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //