আগুন পোহানোর সময় সতর্ক হোন

গরম পোশাক পরেও পৌষের শীতে সবাই জবুথবু। বিশেষ করে খেটে খাওয়া মানুষগুলো অসহায় শীতের কাছে। শীতের তীব্রতা থেকে নিজেকে রক্ষায় অনেক মানুষ সকাল বা সন্ধ্যায় লাকড়ি, খড়কুটো জ্বালিয়ে আগুন পোহায়। তবে আগুন পোহানোর সময় অসতর্কতাবশত দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন নারী-পুরুষ নির্বিশেষে প্রায় সব বয়সের মানুষ। আগুনে দগ্ধ হয়ে শেষ হয়ে যাচ্ছে জীবন, যা খুবই কষ্টদায়ক ঘটনা। আবার অনেকে দগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন। তাই শীত নিবারণ করতে গিয়ে আগুন পোহানো যেন ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায় সেদিকে সবাইকেই সতর্ক দৃষ্টি রাখতে হবে।

শীতে প্রতিবছর অনেক মানুষ আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়। ভুক্তভোগী শিশুর সংখ্যাও কম নয়। খড় জ্বালিয়ে আগুন পোহানোর সময় অসাবধানতাবশত অগ্নিদগদ্ধ হওয়ার ঘটনা ঘটে। শীতের হাত থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় শীত বস্ত্রের ব্যবস্থা করতে হবে। এগিয়ে আসতে হবে সমাজের বিত্তবানদের। আর খড়কুটো জ্বেলে উত্তাপ নেওয়ার সময় শতভাগ সাবধানতা অবলম্বন করতে হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //