এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহার চাই

বর্তমান বিশ্বে খুবই পরিচিত একটি শব্দ এআই বা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স। চ্যাটজিপিটি, বার্ড, ফায়ারফ্লাই, ইনভিডিওসহ অসংখ্য এআই টুলস ব্যবহার করে চমৎকার সব কাজ করা যাচ্ছে। এআই চমকে দিয়েছে পুরো বিশ্বকে। তাক লাগিয়ে দিয়েছে প্রযুক্তির অগ্রগতির ধারায়। 

চ্যাটজিপিটির কথা বলতে গেলে এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটবট। যেখানে যে কেউ চাইলে যে কোনো প্রশ্ন বা মেসেজ করতে পারেন। তখন চ্যাটজিপিটি সে প্রশ্নের আলোকে তার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রশ্নানুযায়ী উত্তর দিয়ে থাকে। যা মানুষের অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানার মাধ্যম হয়ে উঠেছে। এআই এর ইতিবাচক ব্যবহার করে বিভিন্ন গ্রাফিক্স, ভিডিও তৈরি, টেক্সট কমান্ডের মাধ্যমে ইমেজ তৈরিসহ সময়সাপেক্ষ কাজকে স্বল্প সময়ে করা যাচ্ছে।

কিন্তু বর্তমানে এআই প্রযুক্তির নেতিবাচক ব্যবহারও বৃদ্ধি পেয়েছে। এআই টুলস ব্যবহার করে নানা খারাপ ভিডিও বানিয়ে তা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেয়া হচ্ছে যা মানুষের ব্যাক্তিজীবন এবং মান–সম্মানে কঠোরভাবে আঘাত হানছে। সুতরাং আমরা চাই এআই প্রযুক্তির ব্যবহার ইতিবাচক হোক নেতিবাচক নয়।

জোবাইদুল ইসলাম

শিক্ষার্থী, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //