ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সামাজিক সচেতনতা




প্রতি বছর বর্ষা মৌসুমের শুরুতে আমাদের দেশে এডিস মশার জীবাণুবাহী ডেঙ্গু রোগের আক্রমণে শত শত মানুষের জীবনহানি ঘটছে। অথচ একটু সচেতন হলে আমরা মশাবাহিত এই রোগকে প্রতিরোধ করে পারি। 

যেমন–সিটি কর্পোরেশন ও স্থানীয় সিভিল সার্জন কর্তৃপক্ষ কীটতত্ত্ববিদ, বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধ সেল গঠন করা, স্থানীয় পর্যায়ে জন প্রতিনিধি ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে এলাকার নালা–নর্দমা পরিষ্কার রাখতে জনগণকে সচেতনতা করা, এডিস মশার লাভার প্রজনন ক্ষেত্র বাড়ির আঙিনায় নিজ উদ্যোগে পরিষ্কার–পরিচ্ছন্ন রাখা, রাষ্ট্রীয় ভাবে পত্র– পত্রিকা, সেমিনারের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার–প্রচারণা চালানো, সরকারি–বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা মেডিকেল বোর্ড গঠন করে দ্রুত স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। 

তাই আসুন, আতংকিত না হয়ে রাষ্ট্রের পাশাপাশি আমরা সকলে সচেতনতার মাধ্যমে ডেঙ্গুকে প্রতিরোধ করি এবং প্রিয়জন হারানোর কষ্টকে লাঘব করি। আল্লাহ আমাদের সহায় হোন।

আবদুর রহিম

মতিয়ারপোল, কমার্স কলেজ রোড়, চট্টগ্রাম।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //