মশার যন্ত্রণা থেকে বাঁচতে মেয়র আতিককে খোলা চিঠি

বরাবর,

আতিকুল ইসলাম

মেয়র,

ঢাকা উত্তর সিটি করপোরেশন।

বিষয়: মশা মারতে কামান দাগানো প্রসঙ্গে।

জনাব,

আমি আপনার উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার একজন বাসিন্দা। দীর্ঘদিন যাবৎ এই এলাকায় বসবাস করছি। বিকেল থেকেই মশার যন্ত্রণা থেকে বাঁচতে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এরপরও মশার আতিথেয়তা থেকে রেহাই মেলে না। প্রতিদিন সন্ধ্যার পর মশার আদরে বদহজম হয়ে জালের ভিতরেও আশ্রয় নিয়েও রক্ষা মেলে না। মশাইয়ের কাছে সবিনয় জানতে চাওয়া- সিটি করপোরেশনের মশার ওষুধ আপনি ও আপনার কাউন্সিলর কি করেন? ঊর্ধ্বমূল্যের এই বাজারে আমরা মশার আদরে ডেঙ্গু আক্রান্ত হলে হাসপাতালের খরচের যোগান আসবে কোত্থেকে? আর অক্কা পেলে সেই দায় কে নিবে?

অতএব জনাবের পায়ে ধরে আকুল আবেদন, অতিদ্রুত মশার আতিথেয়তা থেকে আমাদের বাঁচাতে উদ্যোগী হোন। ডাক্তার আসিবার পূর্বে রোগী যেন পটল না তোলে।

নিবেদক,

দিপন দেওয়ান

উত্তরা, ঢাকা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //