বাংলা ভাষা ও তার প্রয়োগ

প্রতিটি ভাষার রয়েছে নিজস্ব উচ্চারণরীতি, বানানরীতি এবং প্রয়োগ কৌশল। মনের ভাব প্রকাশের যথার্থতা নির্ভর করে বাক্যে শব্দের প্রয়োগ কৌশল ও শব্দের বানানের শুদ্ধতার ওপর। তাই প্রতিটি ভাষার ক্ষেত্রে শব্দের সঠিক বানান এবং বাক্যে শব্দের সঠিক প্রয়োগ অতীব জরুরি। বাংলা ভাষাভাষী হিসেবে আমাদের অবশ্যই বাংলা ভাষার যথার্থ ব্যবহার, বাক্যে শব্দের প্রয়োগ এবং বাংলা বানানের শুদ্ধতার ব্যাপারে সচেতন হওয়া চাই। আমরা যদি সমোচ্চারিত বা প্রায় সমোচ্চারিত শব্দগুলোর সঠিক অর্থ না জানি অথবা একাধিক অর্থ প্রকাশকারী শব্দগুলোর অর্থ অনুযায়ী বাক্যে সঠিক প্রয়োগ না জানি, তবে তা আমাদের জন্য লজ্জার। সামান্য একটি ভুল বানানের জন্য পুরো বাক্যের অর্থই পালটে যেতে পারে। যেমন ‘পানি’ এবং ‘পাণি’ শব্দ দুটি সমোচ্চারিত শব্দ হলেও অর্থে বিস্তর ফারাক। ‘'পানি’ অর্থ জল, বারি ইত্যাদি। আর ‘পাণি’ অর্থ পরিণয়, বিয়ে ইত্যাদি। তদ্রুপ ‘করুণ’ এবং ‘করুন’ সমোচ্চারিত শব্দ হলেও অর্থ ভিন্ন। আবার ‘বাড়ি’ শব্দের একাধিক অর্থ হয়। যেমন ঘর, বাসস্থান, আঘাত করা ইতাদি। ‘মরিচা’ এবং ‘মরীচিকা’ আপাতদৃষ্টিতে সমার্থক মনে হলেও দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। ‘মরিচা’ হচ্ছে আর্দ্র বাতাসের সংস্পর্শে লোহায় লাল রঙের আচ্ছাদন বা জং। পক্ষান্তরে ‘মরীচিকা’ হচ্ছে মরুভূমিতে দৃষ্টিভ্রম। আবার অনেকেই ভুল করে ‘ব্রাহ্মণবাড়িয়া’ বানান ভুল করে ‘ব্রাক্ষণবাড়িয়া’ লিখি। অর্থাৎ (হ+ম) এর স্থলে (ক+ষ) ব্যবহার করি। অনুরূপভাবে ‘চট্টগ্রাম’ বানান ভুল করে ‘চট্রগ্রাম’ লিখি। কিছুদিন আগে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে বেশকিছু ফিলিং স্টেশনের সাইনবোর্ডে নজর পড়ল। সবগুলোতেই অমুক ফিলিং ষ্টেশন, তমুক ফিলিং ষ্টেশন লেখা। অথচ প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী বিদেশি শব্দের বানানে ‘ষ’ ব্যবহার হয় না। ফলে ‘ষ্টেশন’ না হয়ে ‘স্টেশন’ হওয়ার কথা ছিলো। এই ধরনের ছোট ছোট ভুলের কারণে অনেক ক্ষেত্রে বক্তার মনের ভাব প্রকাশ বাধাগ্রস্ত হবে। সুতরাং যথাযথভাবে মনের ভাব প্রকাশে অর্থানুযায়ী বাংলা বাক্যে শব্দের যথার্থ প্রয়োগ এবং বাংলা বানানের শুদ্ধতার ব্যাপারে সচেতনতা আবশ্যক। বাংলা ভাষা শুদ্ধ ও সঠিকভাবে জানব এবং প্রয়োগ করব—ভাষার মাসে এই হোক আমাদের অঙ্গীকার।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //