রেল ভ্রমণে বিড়ম্বনা

সময়ের পরিক্রমায় বাড়ছে ট্রেনের সংখ্যা এবং সেইসঙ্গে বাড়ছে যাত্রীর ভিড়। বর্তমানে দেশের প্রায় প্রতিটি অঞ্চলের মানুষ রেলে ভ্রমণ করার সুবিধা পাচ্ছে। কিন্তু প্রায়শ দেখা যায় রেল ভ্রমণের সময় বিড়ম্বনার শিকার হচ্ছে অনেকে। অনেক যাত্রীর হারিয়ে যাচ্ছে ওয়ালেট, টাকা, মোবাইলফোন, ল্যাপটপ, কাগজপত্রসহ বিভিন্ন প্রয়োজনীয় ও মূল্যবান সামগ্রী। বিশেষ করে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় রেলযোগে এক স্থান থেকে অন্য স্থানে পরীক্ষা দিতে যায় পরীক্ষার্থীরা। আর এই সময় তারা সার্টিফিকেট বা গুরুত্বপূর্ণ কাগজ হারিয়ে বসে রেল ভ্রমণে। যা অত্যন্ত দুঃখজনক এবং ভুক্তভোগীর জন্য বেদনাদায়ক ও চরম ভোগান্তির। আর এসব বিড়ম্বনা এড়াতে প্রয়োজন সতর্কতা এবং শৃঙ্খলা। অতিরিক্ত যাত্রী আরোহনের ফলে বিশৃঙ্খলা এবং যাত্রীদের অসতর্কতা এ জাতীয় ঘটনার জন্য অনেকাংশে দায়ী। দূরপাল্লর যাত্রীরা অনেক সময় অসতর্ক হয়ে ঘুমিয়ে পড়ে কিংবা অন্যমনস্ক হওয়ার ফলেও এ জাতীয় ঘটনা ঘটে। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি রেল ভ্রমণে শৃঙ্খলা এবং এ জাতীয় বিড়ম্বনা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //