মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের অবদান অবিস্মরণীয়

আমাদের মুক্তিযুদ্ধ সফল হতো না, যদি সে যুদ্ধে সাধারণ মানুষের সমর্থন না থাকত। ১৯৭১ সালের ৭ মার্চে বঙ্গবন্ধু আহ্বান জানান—‘ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, যার যা কিছু আছে, তা নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে।’ ওই আহ্বানে অধিকাংশ মানুষ যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত হয়। বিভিন্ন স্থানে যুদ্ধের জন্য যে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয় তাতে অনেক সাধারণ মানুষ অংশ নেয়। ২৫ মার্চ রাতের গণহত্যার আগেও এদেশের সাধারণ মানুষ পাকিস্তানি সৈন্যদের প্রতিরোধ করতে এগিয়ে আসে। ২৫ মার্চ রাতে গণহত্যা সংঘটিত হওয়ার পর দেশের সর্বত্র সাধারণ জনগণই স্বতঃস্ফূর্তভাবে প্রাথমিক প্রতিরাধ গড়ে তোলে। এভাবে বাংলার কৃষক লাঙল ফেলে মুক্তিযুদ্ধে গেছে, শ্রমিক কারখানার কাজ ফেলে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। জেলে, তাঁতি, কামার, কুমার সবাই সর্বশক্তি নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সব শ্রেণির মানুষের অংশগ্রহণের ফলে এই যুদ্ধ এক পর্যায়ে জনযুদ্ধে রূপ লাভ করে। বলা চলে পাকিস্তানিদের দোসর দালাল, রাজাকার, আলবদর ও আল শামস বাহিনীর লোক ছাড়া অধিকাংশ মানুষ মুক্তিযুদ্ধে অংশ নেয় এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জনে অবদান রাখে।



সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //