এসএসসি পরীক্ষার সিলেবাস

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পক্ষ থেকে জানা যায়, আগামী জুনে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার সিলেবাস ২০-২৫ শতাংশ কমানোর প্রস্তাব দেয়া হয়েছে। করোনাকালে লকডাউন ও নানারকম বিধি-নিষেধের কারণে ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির যে ক্ষতি হয়েছে, তা হয়তো পূরণ হয়ে যাবে; কিন্তু শিক্ষাক্ষেত্রে যে ক্ষতি হয়েছে,তার অনেকটাই আর হয়তো পূরণ করা যাবে না। করোনার কারণে অনেক পরিবারই আর্থিকভাবেও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার প্রভাব শিক্ষার্থীদের শিক্ষাজীবনেও পড়েছে। কাজেই শিক্ষাব্যবস্থায় যে সংকট সৃষ্টি হয়েছে, তা কাটিয়ে উঠতে অত্যন্ত চিন্তাভাবনা করেই পরিকল্পনা গ্রহণ করতে হবে। পরীক্ষা নেয়ার উদ্দেশ্য শুধু পাশ করানো আর সার্টিফিকেট বিতরণ নয়, বরং পরীক্ষার প্রধান উদ্দেশ্য শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও মেধা যাচাই। ১০০ নম্বরের পরিবর্তে ৫০ নম্বরের পরীক্ষা নিয়েও একজন শিক্ষার্থীর যোগ্যতা ও মেধা যাচাই করা সম্ভব। বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা নিয়ে অযথা শিক্ষার্থীদের মানসিক চাপ বাড়ানো উচিত নয়, বরং ভবিষ্যতে আর কোনো অটোপ্রমোশনের চিন্তা না করে শিক্ষার্থীদের পারিবারিক অবস্থা এবং এই এক বছরের অনিয়মিত শিক্ষাব্যবস্থার কথা বিবেচনা করে বিষয় সংখ্যা কমিয়ে ৫০-৬০ শতাংশের সিলেবাসের মধ্যেই পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা যেতে পারে। আশা করি, এর গুরুত্ব অনুধাবন করে সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে।



সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //