অনলাইন গেম আসক্তি থেকে সতর্ক হোন

বর্তমান সময়ে শিশু-কিশোরদের মাঝে একটি সমস্যা খুব প্রকট আকার ধারণ করেছে। তা হলো অনলাইন ভিডিও গেম আসক্তি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসির তথ্যমতে, এপ্রিল ২০১৯-এ বাংলাদেশে ইন্টারনেটের গ্রাহক সংখ্যা প্রায় ৯ কোটি ৩৭ লাখ, এদের মধ্যে ৮ কোটি ৭৯ লাখ ব্যবহারকারী মুঠোফোনের মাধ্যমে ইন্টারনেটে যুক্ত হয়। ২০১৬ সালের তথ্যানুযায়ী, বাংলদেশে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ৩৫ শতাংশ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী। এরাই গেম আসক্তিতে যাওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে। গেম অ্যাডিকশন মাদকাসক্তির মতোই। পার্থক্য হচ্ছে এটি হলো আচরণগত আসক্তি। এর পরিণতি যা হবে, পারিবারিক, সমাজিক, ব্যক্তিগত জীবন বাধাগ্রস্থ হবে। পড়ালেখা ও কর্মজীবনের মান কমে যাবে। মূলত একজন মানুষ অসমাজিক হয়ে উঠবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০১৯ সালের জুন মাসে অতিরিক্ত গেম আসক্তিকে মানসিক ব্যাধি হিসেবে চিহ্নিত করেছে। বাবা-মা তাদের সন্তানকে শান্ত রাখতে তাদের হাতে তুলে দেন মোবাইল। তারা নিরাপত্তাহীনতার অজুহাতে মোবাইল-ল্যাপটপ তুলে দিয়ে আপাতত স্বস্তি অনুভব করেন, যা পরে তাদেরকে ইন্টারনেট কিংবা গেম আসক্ত করে তুলে। ভয়াবহ গেম আসক্তির ফলে শিশু-কিশোরদের ভবিষ্যৎ বাধাগ্রস্থ। তাই এ বিষয়ে প্রত্যেক অভিবাবককে দায়িত্বশীল হওয়া দরকার। গেম খেললেও তা যেনো অপরিমিত না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।

হাসনাত জাহান সিফাত
নাঙ্গলকোট, কুমিল্লা।


 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

বিষয় : চিঠি

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //