ধর্ষণবিরোধী আইনের যেন অপপ্রয়োগ না হয়

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাশ করা হয়েছে। আমরা আশা করি, এর ফলে সমাজে ধর্ষণের মতো জঘন্য অপরাধ কমে যাবে। তবে আমাদের দেশে আইনের যথাযথ প্রয়োগের ক্ষেত্রে বাধা প্রদান, আইনের ভুল প্রয়োগ এবং আইনের অপব্যবহার একটি সাধারণ ঘটনা। ধর্ষণের বিরুদ্ধে মৃত্যদণ্ডাদেশ প্রদানের ক্ষেত্রে আইনটি যথাযথভাবে প্রয়োগ হবে কি না তার সুস্পষ্ট দিকনির্দেশনা থাকা আবশ্যক। কোনটা ধর্ষণ, কোনটা প্রতারণা—তার বিবরণ থাকা প্রয়োজন। আমাদের দেশে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অনেক জায়গায় দেখা যায় মিথ্যা ও প্রতারণামূলক মামলার কারণে অনেককেই শাস্তি পেতে হচ্ছে, জেলও খাটতে হচ্ছে। এখন মৃত্যুদণ্ডাদেশের কারণে প্রতারণার আশ্রয় নিয়ে অতি স্পর্শকাতর একটি বিষয়কে সামনে রেখে মামলা করে দিতে পারে। এর ফলে নিরপরাধ কেউ শাস্তিও পেতে পারে। এ কারণে সংশোধিত আইনে স্পষ্ট হওয়া দরকার, প্রতারণার আশ্রয় নিয়ে মামলা করলে তার শাস্তির বিধানও হতে হবে কঠোর।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //