বিশ্ববিদ্যালয়ের রাস্তা ধরেই মানুষ চলাচল করুক না...

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময় থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ক্যাম্পাসের ভেতর দিয়ে চলাচলের রাস্তাটা বন্ধ করে দিয়েছেন। রিকশা চলাচল পুরোপুরি বন্ধ। বিকল্প যাতায়াতের রাস্তা নেই বললেই চলে। বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে বিশ মাইল এবং দক্ষিণ পাশে রেডিও কলোনি দিয়ে মহাসড়কে যাওয়া যায় বটে; কিন্তু সেটা বেশ কষ্টদায়ক। এখানে দূরত্বটাও একটা ব্যাপার। তিন মাইলের কম নয়। রাত-বিরাতে চলাচল ঝুঁকিপূর্ণ। অসুখ-বিসুখে এখানকার মানুষ যখন-তখন বিপদে পড়তে পারে। তখন ত্বরিত যাওয়ার এই রাস্তাকে নিরাপদ মনে করে সবাই। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার আগে এবং পরে এই রাস্তা দিয়েই জনসাধারণ সবসময় যাতায়াত করেছে। এতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো ঘটনা কখনো ঘটেনি। বরঞ্চ এখানকার মানুষ বিশ্ববিদ্যালয়কে অতীব সম্মানের চোখে দেখে। বিশ্ববিদ্যালয়ের কাছে এদের বসতবাড়ি থাকায় এরা গর্ববোধ করে।

এলাকাবাসী সাম্প্রতিক একটি খবরে আশান্বিত। তা হলো এলজিআরডি মন্ত্রণালয়ের সেকশন-৪ বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশ ঘেঁষে অর্থাৎ সিঅ্যান্ডবি থেকে সোজা পশ্চিম দিকে জামসিংয়ের উত্তর বরাবর নির্মিতব্য সড়কের অনুমোদন দিয়েছে। এখন শুধু বিশ্ববিদ্যালয়ের সম্মতির অপেক্ষা। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মানুষের কর্মবহুল জীবনের গতিময়তার জন্য সহায়তা প্রত্যাশা করি।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //