করোনায় বিপর্যস্ত বেকার তরুণরা

করোনা পরিস্থিতি বদলে দিয়েছে বিশ্বব্যবস্থাকে, ধস নেমেছে অর্থনীতিতে, চাকরি হারাচ্ছে লাখ লাখ মানুষ এবং কর্মী ছাঁটাই চলছে মোটামুটি সব দেশেই। এমন অবস্থায় আরো পিছিয়ে পড়েছেন দেশের বেকার তরুণসমাজ। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-র ভাষ্যমতেও ৩০ লাখের বেশি বেকার আছে এখন বাংলাদেশে। বিশেষজ্ঞরা মনে করছেন, করোনা পরবর্তী চাকরিবাজার এমন হবে যে কেবল অভিজ্ঞ লোকজন এবং মানসম্পন্ন দক্ষ লোকজন টিকে থাকতে পারবে। আমাদের দেশের তরুণদের যথেষ্ট দক্ষতা না থাকার কারণে অনেক কোম্পানি বিদেশ থেকে কর্মী নিয়ে আসছে কাজ করার জন্য, যা আমাদের দেশের জন্য মোটেও সুখকর নয়। এছাড়া, অনেক বেকার যুবক পরিবার আত্মীয় বা ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছে, কিন্তু তাদের কাজের ক্ষেত্রে দক্ষতা না থাকায় বেতন আশানুরূপ পাচ্ছে না। তাই তরুণসমাজকে নিজের দক্ষতা অর্জন করতে হবে। যদিও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আশা করি, বেকারত্ব দূরীকরণে গৃহীত পদক্ষেপসমূহ সুষ্ঠুভাবে বাস্তবায়িত হবে।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //