আপিল বিভাগে দুইটি বেঞ্চ গঠন, রবিবার থেকে কার্যকর

আপিল বিভাগের দুইটি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আগামীকাল রবিবার (৫ মে) থেকে এটি কার্যকর হবে।

সুপ্রিম কোর্টের ওয়েব সাইট থেকে এ তথ্য জানা যায়। 

দুইটি বেঞ্চের ১টির নেতৃত্বে থাকবেন প্রধান বিচারপতি নিজেই, সঙ্গে অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি আশফাকুল ইসলাম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি কাশেফা হোসেন। অপর বেঞ্চের নেতৃত্বে থাকবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম. ইনায়েতুর রহিম। তার সঙ্গে অন্য বিচারপতিরা- হলেন আবু জাফর সিদ্দিক, বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম।

এর আগে আপিল বিভাগে একটি বেঞ্চে বিচারকাজ চলতো, কিন্তু সম্প্রতি নিয়োগ দেয়া হয় তিন বিচারপতিকে। এরপর গত সপ্তাহে প্রধান বিচারপতি উন্মুক্ত আদালতে বলেন আপিল বিভাগকে দুইটি ভাগে ভাগ করা হবে।

জানা গেছে, নতুন তিনজন বিচারপতি নিয়োগ পাওয়ার পর সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৮ সদস্যের বেঞ্চে আইনজীবীরা মামলার সিরিয়াল এগিয়ে নিতে দীর্ঘ লাইনে দাঁড়ান। এ সময় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, আপনারা আরেকটু কষ্ট করেন। আগামী সপ্তাহ থেকে আপিল বিভাগে দুইটি বেঞ্চ হবে। সেখানে মেনশন করবেন সবাই। পরে আইনজীবীরা সিরিয়ালের লাইন থেকে সরে যান। এদিকে আইনজীবীদের দাবি ছিলো যেন আপিল বিভাগে দুইটি বেঞ্চ হয়। সেটিই ঠিক করে দিয়েছেন প্রধান বিচারপতি।

উল্লেখ্য, ২৫ এপ্রিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া তিন বিচারপতিকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এর আগে ২৪ এপ্রিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। তিন বিচারপতি হলেন- বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মো.  শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //