৯ মামলায় জামিন পেলেন আলেশা মার্টের চেয়ারম্যান

ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার ৯ মামলায় জামিন পেয়েছেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (সিএমএম) তাঁর জামিন মঞ্জুর করেন।

মঞ্জুর আলম শিকদারের আইনজীবী অলিউর রহমান গণমাধ্যমকে এ কথা জানান।

এর আগে শনিবার রাতে রাজধানীর বনানী থেকে মঞ্জুরকে গ্রেপ্তার করা হয় বলে জানায় গুলশান থানা-পুলিশ। গতকাল রবিবার তাঁকে কারাগারে পাঠানো হয়। আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ৯ মামলায় ঢাকার সিএমএম আদালতে মঞ্জুর আলম শিকদারের আইনজীবীরা জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

পুলিশ বলছে, গ্রাহকদের করা একাধিক প্রতারণার মামলায় মঞ্জুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মঞ্জুরের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনেও মামলা আছে। এই মামলার বাদী পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির তথ্যমতে, ২০২০ সালের ২৬ জুলাই আলেশা মার্ট যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর থেকে নিবন্ধন পায়। প্রতিষ্ঠানটি ২০২০ সালের ১০ নভেম্বর ঢাকার উত্তর সিটি করপোরেশন থেকে ট্রেড লাইসেন্স নেয়। আনুষ্ঠানিকভাবে আলেশা মার্টের যাত্রা শুরু হয় ২০২১ সালের ৭ জানুয়ারি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //